Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে মাওলানা আজিজুল হকের ব্যাপক গণসংযোগ

Link Copied!

মোঃ মিজানুর রহমান, কালকিনি- ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক আজ বুধবার কালকিনি উপলার কয়ারিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। দিনব্যাপী তিনি এলাকার বিভিন্ন মাদরাসা ও বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

পাশাপাশি তিনি শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, শ্রমজীবী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের নানা সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন। গণসংযোগের পাশাপাশি তিনি স্থানীয় শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন। এসময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও শিক্ষার্থীদের নৈতিক-মানসিক গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

মাওলানা আজিজুল হক প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে শিক্ষাখাতে ব্যাপক সংস্কার ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। মাওলানা আজিজুল হক জনগণের উদ্দেশে বলেন, “আমরা ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠন এবং দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।”

তিনি আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সকলকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে দেশ ও সমাজ গঠনে অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক তার সাথে উপস্থিত থেকে গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেন। এলাকাবাসীও তাকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং নানাভাবে সমর্থন প্রকাশ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।