রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা থেকে একটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে এটি উদ্ধার করে রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের দল।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, এটি কষ্টি পাথরের মূর্তি। এর ওজন ১৫৬ কেজি। এটির বাজার দাম আনুমানিক এক কোটি ৫৬ লাখ টাকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।