Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে গলায় দড়ি দেওয়া অবস্থায় এক ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। এটি হত্যা না আত্নহত্যা এ নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলা রসুলপুর বালুচর আশ্রয়ন প্রকল্পে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের মজনুর মেয়ে মীমের (২৫) সাথে বিয়ে হয় একই গ্রামের আশরাফের ছেলে সোহেল রানার (৩৫)। বিয়ের পর থেকে পারিবারিক জীবনে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হতো। এরই এক পর্যায় গত সোমবার বিকেলে সোহেল রানার শশুড় মজনু তার মেয়ে মীমকে মারপিটের অভিযোগে তার লোকজন নিয়ে জামাই সোহেল রানাকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট করেন। পরে মজনু আশ্রয়ন প্রকল্পে গিয়ে সোহেল রানার ঘরে তালা ঝুলিয়ে মেয়েকে নিয়ে চলে যান। রাতে সোহেল রানা নিজ ঘরে তালা দেখে বারান্দাতেই রাত কাটিয়ে দেন।

গত মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ঘরের বারান্দায় সোহেল রানার গলায় দড়ি লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তার পা মাটিতে লেগে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে ঝুলন্ত মরদেহের এ ধরনের অবস্থা দেখে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এটি হত্যা না আত্মহত্যা।

আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরে মৃত ভ্যান চালকের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করায় ৩০৬ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।