Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মধুমতির ভাঙনের মুখে চাচই-ধানাইড় সড়ক

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ৯, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের মধুমতি নদীতে তীব্র ভাঙন চলছে। এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে দুই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। এ অবস্থায় জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেওয়ায় কমে এসেছে ভাঙনের তীব্রতা। তবে এলাকাবাসীর দাবি,স্থায়ী ব্যবস্থা গ্রহণের।

সরেজমিনে বৃহস্পতিবার(৯অক্টোবর) সকালে দেখা গেছে,লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড়-মরিচপাশা আঞ্চলিক সড়কের চাচই ও ধানাইড় এলাকার সড়কটির বেশ কিছু অংশ মধুমতি নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে। বাকি অংশের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাঙন কিছুটা কমে এসেছে।

ধানাইড় গ্রামের ওহিদার রহমান বলেন, হঠাৎ করে মধুমতির তীব্র ভাঙনে আমাদের চাচই ও ধানাইড় এলাকার সড়কটি পুরোপুরিভাবে বিলীন হয়ে যেতে বসেছে। এ সড়কের বেশ কিছু অংশ নদী গর্ভে চলে গেছে। বাকি অংশ দিয়ে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। তবে পানি উন্নয়ন বোর্ড জরুরিভাবে বালুর বস্তা ফেলায় ভাঙন কমে আসছে বলে মনে হচ্ছে।

চাচই গ্রামের নাজমুল হুদা বলেন,ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। তবে স্থায়ী ব্যবস্থা না নিলে এই সড়কটি রক্ষা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, মধুমতির ভাঙনের ফলে এলাকার মানুষ এ সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কটি যদি সম্পূর্ণ ভেঙে যায় তাহলে এলাকার জনগণের ব্যাপক ক্ষতি হবে।

পানি উন্নয়ন বোর্ডের নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা বলেন,মৌলভী ধানাইড়-মরিচপাশা আঞ্চলিক সড়কের চাচই ও ধানাইড় এলাকাটি নদী ভাঙনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এলাকায় ভাঙন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে জরুরিভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়েছে। এ ছাড়া এলাকায় নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।