Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ৯, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে মিডিয়া কর্মীদের অংশগ্রহনে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৯অক্টোবর)সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ঢাকা থেকে ভার্চয়ালী যুক্ত ছিলেন গণসংযোগ অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক (অর্থ ও লজিষ্টিক) মিজ নাসিমা খাতুন। সভায় বিশেষ অতিথি ছিলেন,নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগ,নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ এস, এম আব্দুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব লিংকন বিশ্বাস এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মোঃ রোস্তাম আলী,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা আইনজীবী সমিতিরি সভাপতি এ্যাড.তারিকুজ্জামান লিটুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিকগনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ।

সভায় আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফল ভাবে সম্পন্ন করতে কি কি করণীয় এবং এর কর্ম পরিকল্পনা বিষয়ে বিস্তারিত জানানো হয় এবং এ বিষয়ে কোন প্রকার গুজব বিভ্রান্ড়ীকর সংবাদ প্রচার না হয় সেদিকে সাংবাদিকদের সহযোগীতাসহ এ বিষয়ে সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় ।

এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ২ লাখ ১৩ হাজার ৭ শত ১৫ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে, যার মধ্যে ১ লাখ ৪২ হাজার শিক্ষার্থী স্কুল পর্যায়ের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।