অশোক মুখার্জি কলাপাড়া পটুয়াখালী
কলাপাড়ায়পৌর শহরের অগ্নিকান্ডের ঘটনায় এক অধ্যাপকের বসতঃবাড়ী পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌরশহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা অন্তত ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্তনে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা জানান। এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে অগ্নিকাণ্ড রাতে হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল।
এ ব্যাপারে নতুন বাজার ব্যবসায়ী দেবনাথ জানান, পটুয়াখালী করিম মৃধা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.মজিদ হাওলাদারের ভাড়াটিয়া বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী সার্ভিসের সদস্যরা মিলে দ্রুত আগুন নিভাতে সক্ষম হয়েছে। তা না হলে অনেক দোকান পুড়ে ছাই হয়ে যেত।
ব্যবসায়ী জাহিদ ইলেকট্রনিক্স স্বত্বাধিকারী জহিদ খান বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন বাসায় দুপুরের খাবার খেয়ে বিশ্রামে যাবো। হঠাৎ শুনি বাজারে আগুন লেগেছে। এসে সকলের সহযোগিতায় আগুন নিভানো গেছে। আল্লাহর রহমতে এবারের মত বড় দুর্ঘটনার হাত থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে।
ফায়ার স্টেশনের টিম লিডার মো. শাহাদত হোসেন বলেন, আমরা খবর পেয়ে কলাপাড়া দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়েছি। তবে কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে বলা যাবে।
ঘটনা স্থল পরিদর্শন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম ও ঘূর্ণিঝড় প্রস্তুতি সহকারী পরিচালক, আছাদুজ্জামান খান।