Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধে মায়ের মরদেহ ২০ ঘণ্টা আটকে রেখে দাফন

লিয়াকত আলী খান, নোয়াখালী
অক্টোবর ৯, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

লিয়াকত আলী খান, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আমেনা বেগম (৬৫) নামে এক মায়ের মরদেহ দাফনের আগে দীর্ঘ ২০ ঘণ্টা আটকে রাখার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় তিনি বেগমগঞ্জ উপজেলার মেয়ের বাড়িতে মারা যান।

নিহতা আমেনা বেগম শাহজাদপুর গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী। মৃত্যুর পর মরদেহ স্বামীর বাড়িতে আনা হলে তার দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লাহর মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে ছোট ছেলে সাইফুল্লাহকে অতিরিক্ত সম্পত্তি লিখে দেওয়ায় বড় ছেলে নজিব উল্ল্যাহ ক্ষুব্ধ ছিলেন। তিনি মায়ের দাফন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে মরদেহ সামনে রেখেই দুই ভাইয়ের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তার মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং বৃহস্পতিবার দুপুরে মরহুমাকে দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “পারিবারিক সম্পত্তি নিয়ে মতবিরোধ থাকলেও প্রাথমিক সমঝোতার মাধ্যমে মায়ের মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে স্থানীয়ভাবে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হবে বলে উভয় পক্ষ সম্মত হয়েছেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।