দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু হত্যা মামলার অন্যতম পলাতক আসামি লালন ওরফে শুটার লালন (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ব্যবসায়ী অপহরণ মামলাও রয়েছে।
সে পূর্ব ফিলিপনগর গ্রামের রঞ্জু মালিথার ছেলে। শুটার লালন ফিলিপনগর এলাকার কুখ্যাত সন্ত্রাসী টুকু ও গিট্টু সোহাগ বাহিনীর সক্রিয় সদস্য এবং সে চরাঞ্চলের শীর্ষ অপরাধীদের একজন ও শুটার লালন নামে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু হত্যা মামলার অন্যতম পলাতক আসামি শুটার লালন বৈরাগীর চর এলাকায় অবস্থানের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান তাকে গ্রেপ্তার করে।
শুটার লালন গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, লালনকে একটি অপহরণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সেন্টু চেয়ারম্যান হত্যাসহ একাধিক মামলা রয়েছে এবং তা তদন্ত চলছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হেেয়ছে।