Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীশ চন্দ্র মণ্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
অক্টোবর ৯, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

বাগেরহাটের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপাধ্যক্ষ ক্ষিতীশ চন্দ্র মণ্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় রাষ্ট্রের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান মরহুমের মরদেহে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাগেরহাট জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে, তার স্ত্রীর পাশে সমাহিত করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাতেম আলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব মো. হাফিজুর রহমান তোতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী অধ্যাপক প্রতাপ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী এবং রমা দাস (ক্ষুদিরাম) সহ অন্যান্য সম্মানিত মুক্তিযোদ্ধারা।

উল্লেখ্য, ক্ষিতীশ চন্দ্র মণ্ডল গতকাল (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৫ মেয়ে, ১ ছেলে, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।