নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে খায়রুল ইসলাম (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পারিবারিক জমি মাপজোক করতে গেলে খায়রুলের বোন খাদিজা বেগম ও ভগ্নিপতি লাইজুদ্দিন ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
খায়রুল ইসলাম তার বোন ও ভগ্নিপতির ওপর হামলা চালালে তারা আহত হন। পরে পরিবারের অন্য সদস্যরা প্রতিরোধে এগিয়ে এলে ধস্তাধস্তির একপর্যায়ে খায়রুল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর মেট্রো থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সদর মেট্রো থানার ওসি মো. মেহদী হাসান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”