রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় মাইক্রোবাসের চাপায় আব্দুল হান্নান (৫৬) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান পাংশা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের সেনগ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অভিজ্ঞ দলিল লেখক ছিলেন এবং দীর্ঘদিন ধরে পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তিনি অফিস সংক্রান্ত কাজে জেলা রেজিস্ট্রি অফিসে আসেন। কাজ শেষে দুপুরে পাংশায় ফেরার পথে রেজিস্ট্রি অফিস সংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী গোয়ালন্দমুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল হান্নানকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের নার্সিং ইনচার্জ রওশন আরা বলেন, “আব্দুল হান্নানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।”
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক মাইক্রোবাসটি শনাক্তে কাজ চলছে এবং আইনি প্রক্রিয়াও প্রাথমিকভাবে শুরু করা হয়েছে।”