দুর্গাপুর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খাসখামার প্রাইমারি স্কুল মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ও পুঠিয়া–দুর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জুলফার নাঈম মোস্তফা বিস্ময়।
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মণ্ডল এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনর রশিদ মামুন, উপজেলা যুবদল আহ্বায়ক চয়ন উদ্দিন শেখ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলম মুহুরী, পানা নগর ইউনিয়নের যুব নেতা রন্টু ইসলাম, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, আব্দুল খালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে জুলফার নাঈম মোস্তফা বিস্ময় বলেন,“আমার বাবা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফা ছিলেন পুঠিয়া–দুর্গাপুরের অভিভাবক। তাঁর মৃত্যুর পর এই আসন অভিভাবকশূন্য হয়ে পড়েছে। আমি তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে চাই।”
তিনি আরও বলেন, “স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জীবন দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি হত্যার বিচার হবে। কিছু ব্যবসায়ী বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে—এদের আইনের আওতায় আনতে হবে।”
বক্তব্যের একপর্যায়ে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।
তিনি উপস্থিত নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান ও আমার প্রয়াত পিতার জন্য দোয়া করবেন—যেন আমি ধানের শীষের মনোনয়ন পেয়ে জনগণের সেবায় নিজেকে নিবেদন করতে পারি।”

