Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে শিক্ষক-কর্মচারী ফোরামের কর্মবিরতি ও মানববন্ধন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পৌরসভা শিক্ষক-কর্মচারী সমন্বয় ফোরাম বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কর্মবিরতি ও মানববন্ধন করেছে। এ সময় তারা ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি তুলেছে। পাশাপাশি ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলারও প্রতিবাদ জানানো হয়েছে।

 

বেলা সাড়ে ১১টায় উপজেলা মোড় চত্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক জিয়াউল হক রতন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংগা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গৌরীহার দাখিল মাদ্রাসার সুপার আক্কাছ আলী, কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, যুগিশো উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল কাফী, বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম এবং শিক্ষক সাইফুল ইসলাম।

 

প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী এতে অংশ নেন। উল্লেখ্য, গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশের শিক্ষক-কর্মচারীরা বেতন বৈষম্য দূরীকরণ, চাকরির জাতীয়করণ ও অন্যান্য আর্থিক সুবিধা বাস্তবায়নের দাবিতে সমাবেশে পুলিশি বাধা ও হামলার ঘটনা ঘটেছিল। এ ঘটনার প্রতিবাদেই দুর্গাপুরে এই কর্মবিরতি ও মানববন্ধন আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।