Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদারকে ‘গার্ড অব অনার ও ​শ্রদ্ধার সাথে শেষ বিদায়

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত কারণে বুধবার রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বীর সেনানীর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে লেবুখালী ফেরিঘাট বায়তুল জামে মসজিদ প্রাঙ্গণে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রের পক্ষে এই সূর্যসন্তানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আবৃত মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুমকি থানার একটি চৌকস দল সামরিক কায়দায় বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে ‘গার্ড অব অনার’ প্রদান করে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

গার্ড অব অনার শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং একই স্থানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাঁর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এই শোকাবহ অনুষ্ঠানে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল মজিদ, আব্দুল সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ও বিপুল সংখ্যক গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর চলে যাওয়ায় দুমকির মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।