Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার আদর্শ শিক্ষা নিকেতনে শতভাগ ফেল: আট পরীক্ষার্থী, তেরো শিক্ষক — তবুও কেউ পাস করেনি

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় একটিও সাফল্য আসেনি। প্রতিষ্ঠানটির আটজন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। ১৩ জন শিক্ষক-কর্মচারী থাকা এবং অবকাঠামোগতভাবে উন্নত প্রতিষ্ঠান হয়েও শতভাগ ব্যর্থতার এই ফলাফল এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

 

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি অনুমতি পায় আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। সে বছর ১১ জন শিক্ষার্থী ভর্তি হয়, যার মধ্যে আটজন ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু দুঃখজনকভাবে কেউই উত্তীর্ণ হতে পারেনি।

 

বর্তমানে কলেজটিতে ১৩ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন। তবে উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। শিক্ষকরা নিয়মিত পাঠদান করলেও শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহের অভাব এবং অনুপস্থিতি ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানা গেছে।

 

ফলাফলের বিষয়ে জানতে চাইলে কলেজের প্রধান শিক্ষক উদ্ভব কুমার মোহান্ত বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির অভাব ও পড়াশোনায় অনাগ্রহের কারণেই এমন ফল হয়েছে। আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাসে উপস্থিতি নিশ্চিত ও পাঠদানের মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেব।”

 

স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা বলেন, শুধু ভবন ও শিক্ষক থাকলেই মানসম্মত শিক্ষা হয় না। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সক্রিয় অংশগ্রহণই একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।