ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী ও দাগনভূঞা উন্নয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার (১৭ অক্টোবর) সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও সোনাগাজী-দাগনভূঞা উন্নয়ন পরিষদের সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।
ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মোস্তফা, সেক্রেটারি বদরুদ্দোজা, পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্লাহ, সেক্রেটারি মহসিন ভূঞা, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন।
সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০ জন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সহস্রাধিক নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।