ফেনী প্রতিনিধি
মীরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব এসডিএম দিদারকে ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দিদার মীরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি ছাড়াও মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, “২৪ এর গণঅভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যাকাণ্ডের অভিযোগে দিদারের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।