কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে এলে ১৭ বছর ধরে গুম-খুনের শিকার পরিবারসহ দেশের নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবেন। সুখে-দুঃখে তিনি এ দেশের মানুষের পাশে থাকবেন।”
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ডাসার উপজেলার পশ্চিম খান্দুলীর বালুর মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ৫টি ইউনিয়নের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে, দীর্ঘ ১৭ বছর ধরে যে পরিবারগুলো গুম, খুন, নিপীড়নের শিকার হয়েছে—তাদের পাশে দাঁড়ানো হবে তারেক রহমানের অঙ্গীকার। ইনশাআল্লাহ, তিনি দেশে ফিরে এলে সেই প্রতিটি পরিবারের দুঃখ-দুর্দশার ভাগ নেবেন।”
ধর্মের নামে রাজনীতি না করতে জামায়াত ইসলামীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে খোকন তালুকদার বলেন, “আপনারা বলেন দাঁড়ি-পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। তাহলে ২০১৮ সালে যখন আপনাদের নিজস্ব প্রতীক ছিল না এবং আপনারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন, তখন কি আপনারা জাহান্নামে গিয়েছিলেন?”
ডাসার উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খান, বিএনপি নেতা সেলিম চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা সরকারের দমন-পীড়নের নিন্দা জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দাবি করেন। কর্মসূচি শেষে এলাকায় দলের নেতাকর্মীদের মাঝে উজ্জীবিত মনোভাব লক্ষ্য করা যায়।