জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরা-৩ (আশাশুনি) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট স. ম. সালাহ উদ্দীনের স্ত্রী অ্যাডভোকেট শাকিলা খানমের দাফন সম্পন্ন হয়েছে।
তিনি গত বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এরপর বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা মোনায়েম হোসেন।
জানাজায় সাবেক এমপি অ্যাড. স. ম. সালাহ উদ্দীন ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. বাপ্পী, অ্যাড. নূরুল আমিন, অ্যাড. আঃ সোবহান মুকুল, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী ও সর্বস্তরের মানুষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।