Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিএনপিতে প্রার্থী নির্ধারণে ত্রিমুখী দ্বন্দ্ব

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা মহানগর বিএনপিতে ফের চাঙা হয়েছে পুরোনো দ্বন্দ্ব। খুলনা-২ আসনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন তিন নেতা—মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সভাপতি শফিকুল আলম মনা এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
তিনজনেরই রয়েছে নিজস্ব অনুসারী ও বলয়, যার ফলে নগর বিএনপিতে সৃষ্টি হয়েছে ত্রিমুখী বিভাজন।

২০২১ সালের ডিসেম্বরে মঞ্জু নেতৃত্বাধীন কমিটি ভেঙে মনা-তুহিনকে নিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্র। এরপর থেকেই মঞ্জু ও বর্তমান কমিটির মধ্যে দূরত্ব বাড়তে থাকে। মঞ্জু এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করলে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।
ফলে কার্যত দুই শিবিরে ভাগ হয়ে পড়ে খুলনা বিএনপি—একদিকে মঞ্জু, অন্যদিকে মনা-তুহিন জোট। এবার প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দ্বন্দ্ব আরও গভীর হয়েছে।

তৃণমূলে দীর্ঘদিন ধরে সক্রিয় শফিকুল আলম তুহিন নিয়মিত গণসংযোগ, ওয়ার্ডসভা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তাঁর অনুসারীদের দাবি, তৃণমূলে তুহিনের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং নেতাকর্মীদের দৃশ্যমান সমর্থনও তিনি পাচ্ছেন।

অন্যদিকে সভাপতি শফিকুল আলম মনা শুরুতে সিটি মেয়র পদে আগ্রহী থাকলেও বর্তমানে খুলনা–২ আসনে মনোনয়ন চান। সাম্প্রতিক সময়ে তাঁর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ জোরদার হয়েছে।

সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু এখনও সরাসরি প্রচারে নামেননি। তবে তাঁর অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়ার্ড পর্যায়ের সভায় তাঁকে নিয়ে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। দীর্ঘ সময় সংসদ সদস্য থাকায় তাঁর পরিচিতি ও অভিজ্ঞতা রয়েছে, যা তাঁকে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখে বলে মনে করেন তাঁর সমর্থকেরা।

দলীয় সূত্র বলছে, তিন নেতার আলাদা বলয়ে বিভক্ত হয়ে পড়েছে মহানগর বিএনপির রাজনীতি। এতে তৃণমূল নেতাকর্মীরা দ্বিধায় পড়েছেন এবং মাঠপর্যায়ে উত্তেজনাও বাড়ছে। কেউ কেউ আশঙ্কা করছেন, এই প্রতিদ্বন্দ্বিতা যদি সহনশীলতার সীমা ছাড়িয়ে যায়, তবে তা সংঘাতেও রূপ নিতে পারে।

খুলনা বিএনপির একাধিক নেতার মতে, দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতারাই এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন, যা দলের সামগ্রিক ঐক্য ও ভাবমূর্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এখন দেখার বিষয়—জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্ব এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কীভাবে সামাল দেয় এবং শেষ পর্যন্ত খুলনা–২ আসনে কার হাতে তুলে দেয় দলীয় প্রতীক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।