সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বৃহত্তর যশোর সমিতি, ঢাকা’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকার নীলক্ষেতে সমিতির নিজস্ব ভবনে ২০২৫-২০২৭ মেয়াদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৪৫ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন খান জাকির হোসেন দারা, এ এল এম কামাল উদ্দিন হাফেজ, মো. আলমগীর রহমান ও সৈয়দ মাসুদ রেজা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এম এ তুহিন ও মো. নাসিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শরীফ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো এবং সমাজকল্যাণ সম্পাদক এস এম খালিদ সাইফুল্লাহ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কর্মসংস্থান সম্পাদক সাইফুল ইসলাম জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান, সাহিত্য সম্পাদক এনামুল কবীর, ক্রীড়া সম্পাদক ইকবাল চৌধুরী, শিক্ষা ও ছাত্রকল্যাণ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, আইন সম্পাদক বিকাশ লস্কর, শিল্প ও বাণিজ্য সম্পাদক নাসির উদ্দীন, স্বাস্থ্য সম্পাদক ডা. কামরুজ্জামান কামরুল, কৃষি সম্পাদক ড. এ কে এম শামীম আলম, আন্তর্জাতিক সম্পাদক শরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মঞ্জুরুল কবির, নারী ও শিশু সম্পাদক রত্না শারমীন ঝরা, সাংস্কৃতিক সম্পাদক মহুয়া আলী লিপি, যুব সম্পাদক হাসানুজ্জামান বিপুল, ধর্ম সম্পাদক হাবিবুর রহমান, পরিবেশ সম্পাদক সৈয়দ মুন্তাসীর হাফিজ এবং সহ-দপ্তর সম্পাদক এস কে কায়ছার মাহমুদ নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রওশন আরা জামান, মোস্তাফিজুর রহমান বাচ্চু, তানজিলা খানম, আব্দুল লতিফ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আবুল বাশার, শাহিদুল ইসলাম, শেখ মিজানুর রহমান বাবলু, মুস্তাফিজুর রহমান, খায়রুজ্জামান, জাহিদুল ইসলাম, কাজী শফিকুর রহমান, ডা. মোস্তফা আজিজ সুমন, সরদার মো. আব্দুল গফফার, কাজী আনিসুজ্জামান আরজু ও এস এম আলমগীর হোসেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর যশোর অঞ্চলের উন্নয়ন, প্রবাসী সদস্যদের কল্যাণ ও ঐক্যবদ্ধ সামাজিক কর্মকাণ্ডে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন তারা।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত জেলা জজ ও সাবেক নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম। কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন শহিদুল আলম, খবির উদ্দিন আহমেদ, ডা. রফিকুল ইসলাম ও প্রকৌশলী আব্দুল ওহাব।