হালুয়াঘাট প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতিকুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো এবারও উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. এস. এম. মুনজুরুল হান্নান খান-এর নিজ হাতে গড়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক বছর ধরে সুনামের সঙ্গে উপজেলায় শিক্ষার মান ও ফলাফলে শীর্ষে অবস্থান করছে।
শিক্ষার্থীদের এই সাফল্যে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ড. এস. এম. মুনজুরুল হান্নান খান।
তিনি বলেন, “আমার স্বপ্ন ছিল এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। সেই ভাবনা থেকেই আমি এই কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলাম। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ কলেজটি উপজেলায় ফলাফলে শীর্ষে অবস্থান করছে। আমি কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। আশা করি এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভালো ফলাফল করছে, সরকার তাদের বিশেষ বরাদ্দ দিলে শিক্ষক ও শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।”
কলেজ সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ১২৮ জন শিক্ষার্থীর মধ্যে ৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন—যা কারিগরি শাখায় উপজেলায় সর্বোচ্চ ফলাফল।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, “পুরো উপজেলায় জেনারেল ও কারিগরি শাখায় এইচএসসির ফলাফল তেমন সন্তোষজনক হয়নি। তবে আনন্দের বিষয়, কারিগরি শাখায় বরাবরের মতো এবারও কুতিকুড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ সর্বোচ্চ ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে। আমি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।”
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত মজুমদার বলেন, “আমরা শিক্ষার্থীদের পাঠদানের মান উন্নত করেছি, নিয়মিত খোঁজ নিয়েছি তারা ঠিকভাবে পড়াশোনা করছে কি না। শিক্ষার্থীদের আগ্রহ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার কারণেই আমরা এবারও উপজেলায় শীর্ষস্থান ধরে রাখতে পেরেছি। আমাদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. এস. এম. মুনজুরুল হান্নান খান স্যার নিয়মিত পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতেও বজায় থাকবে।”
উল্লেখ্য, সাবেক অতিরিক্ত সচিব ড. এস. এম. মুনজুরুল হান্নান খান ২০০৩ সালে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের কুতিকুড়া গ্রামে কলেজটি প্রতিষ্ঠা করেন। তাঁর একান্ত প্রচেষ্টায় ২০০৫ সালে এখানে কৃষি ডিপ্লোমা শাখা, ২০০৮ সালে এসএসসি ভোকেশনাল শাখা, ২০১০ সালে বিএম শাখা এবং ২০১৮ সালে কৃষি ডিপ্লোমা শাখাটি এমপিওভুক্ত হয়।
প্রান্তিক মানুষের জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই মহতি উদ্যোগে ড. মুনজুরুল হান্নান খান হালুয়াঘাটসহ ময়মনসিংহ জেলার সর্বস্তরের মানুষের অভিনন্দনা ও প্রশংসা কুড়িয়েছেন।