স্টাফ রিপোর্টার, চিতলমারী
নড়াইলের লোহাগড়ার পূণ্যভূমি খ্যাত জয়পুর ধামের শ্রীশ্রী তারকচাঁদ ভক্ত নিবাসের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভক্ত নিবাসের উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দীর ছোট মা শ্রীমতি সীমা দেবী ঠাকুরানী।
অনুষ্ঠানে জয়পুর তারক ধামের শ্রীমৎ বিজয় গোঁসাইয়ের সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধাম ওড়াকান্দীর মহামতুয়াচার্য শ্রী দেবব্রত ঠাকুর।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। সম্মানিত অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুর তারক ধামের যোগ্য উত্তরসূরি শ্রীমৎ পরীক্ষিত গোঁসাই, মাতা মিনাক্ষী দেবীসহ দেশের বিভিন্ন স্থানের অসংখ্য ভক্তবৃন্দ।