ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি থেকে শুরু হওয়া তদন্তে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
রোববার রাত আড়াইটার দিকে বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মমতাজ কেরানি বাড়ির কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। জিডি মূলে পুলিশ অস্ত্রগুলো জব্দ করে থানার হেফাজতে রেখেছে।
পুলিশ জানায়, সোনাগাজী উপজেলার মজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামের হোসেন মাঝি বাড়ির সুজনের শিশু সন্তানের হাতে বন্দুকের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। শিশুর সৌদি প্রবাসী মামা, আসাদুর জামান নুর, নিজ নামীয় ফেসবুক আইডিতে ছবিটি পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন, “এটা আমার বড় ভাগিনা, ওর হাতে থাকত এ বয়সে খেলনার পিস্তল থাকার কথা, আর অথচ ওর হাতে এখন অরজিনিয়াল পিস্তল।”
ছবিটি ভাইরাল হলে প্রশাসনসহ সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়। এরপর সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম যৌথ অভিযান চালিয়ে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অস্ত্রগুলো কবরস্থানে ফেলে চলে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।”
শিশুর পিতা সুজন বলেন, “বন্দুক হাতে আমার সন্তান। আমি জানতাম না কে বা কারা তার হাতে বন্দুক দিয়ে ছবি ধারণ করেছে। তার মামা পোস্ট করার পর বিষয়টি জানতে পারি। এটি আমার সন্তানের স্বাভাবিক জীবনকে হুমকির মধ্যে ফেলেছে।” তিনি আরও উল্লেখ করেন, “আমার শ্যালকের আচরণে সমস্যা রয়েছে, দেশে থাকাকালেও এমন আচরণ করত, প্রবাসে গিয়েও তা বন্ধ হয়নি।”
এই বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।