Nabadhara
ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত অন্তত ৪০ জন

লিয়াকত আলী খান, নোয়াখালী
অক্টোবর ১৯, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

লিয়াকত আলী খান, নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামী (ছাত্রশিবির) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী জানান, কাশেম বাজার জামে মসজিদে শিবির আয়োজিত কুরআন শিক্ষার প্রোগ্রামে হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর একই স্থানে আবার কর্মসূচি নেয়া হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মসজিদে হামলা চালায় এবং শিবির কর্মীদের অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় শিবিরের ২৫ জন আহত হন, যার মধ্যে অন্তত ১৬ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

অন্যদিকে স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, শিবির কর্মীরা মসজিদে রাজনৈতিক স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে। তাদের বাধা দিতে গেলে উল্টো শিবির নেতাকর্মীরা হামলা চালায়। সংঘর্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।