দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, “বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী শাসনামলের সব অপশাসন, দুঃশাসন ও দুর্নীতির কবর রচিত হবে।”
রোববার (১৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে বিএনপির একটি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
জুয়েল বলেন, “তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হয়ে উঠবে। এই দফাগুলো প্রতিটি গ্রামে ছড়িয়ে দিতে হবে, যেন সাধারণ মানুষ এর সুফল বুঝতে পারে।”
তিনি অভিযোগ করে বলেন, “আল্লারদর্গা বাজারে এই কার্যালয়টি আগে উদ্বোধনের কথা ছিল, কিন্তু দলের কিছু স্থানীয় গোষ্ঠীর বাধা ও হুমকির কারণে তা সম্ভব হয়নি। বিএনপির অভ্যন্তরে কেউ যদি দলের আদর্শ ও নেতৃত্বের বিরুদ্ধে কাজ করে, তবে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করে জুয়েল বলেন, “আমি দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন করেছি, তিনবার কারাবরণ করেছি, আয়না ঘরে ৪২ দিন বন্দি ছিলাম। আমার শরীরে আন্দোলনের ৭১টি বুলেটের চিহ্ন রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যদি লড়তে পারি, দৌলতপুরেও যেকোনো দানবকে মোকাবিলা করবো।”
অর্থনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, “আল্লারদর্গা এলাকার দুটি সিগারেট ও বিড়ি ফ্যাক্টরি বন্ধ থাকায় প্রায় ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। বিএনপি সরকারে এলে এবং আমি মনোনয়ন পেলে এই ফ্যাক্টরিগুলো পুনরায় চালু করবো। ব্যবসায়ীদের ওপর চলমান হুমকি-ধামকি বন্ধ করা হবে।”
পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, কৃষকদল নেতা আরিফুল ইসলাম নান্নু মাস্টার, নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, বিএনপি নেতা আবিদ হাসান মন্টি সরকার, আলাউদ্দিন বাদল, যুবদল নেতা রেজাউর রহমান মাসুম ও জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।