Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ডাকাতি: দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার লুট

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের ১নং গোয়ালদি মুশুরিয়া আবাসনে রবিবার (২০ অক্টোবর) গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। আনুমানিক রাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় হানা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদল প্রথমে জানালার গ্রীল কেটে প্রবেশ করে মো. সুজনের (পিতা: মৃত আমির হোসেন, মাতা: আকলিমা বেগম হাওলাদার) বাড়িতে। ঘরে ঢুকে তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালায়।

এ সময় তারা ঘর তছনছ করে নগদ দুই লাখ টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার—যার মধ্যে চারটি আংটি, চার জোড়া কানের দুল, একটি রুপার চেইনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ও সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেছেন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। অপরাধীদের শনাক্তে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় সূত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে পুরো মাধবপাশা ইউনিয়নে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।