দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও পটুয়াখালী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টির দুমকি আগমন উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় লেবুখালী পায়রা পয়েন্ট চত্ত্বরে এক বিশাল ও প্রাণবন্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে শুরু হওয়া সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা। মুহূর্তে নেতাকর্মীদের আগমনে পথসভা জনসমুদ্রে পরিণত হয়।
পথসভায় প্রধান অতিথি স্নেহাংশু সরকার কুট্টি দলীয় বর্তমান ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, ঈমাম হোসেন নাসির, দেলোয়ার হোসেন নান্নু, বশির আহমেদ মৃধা এবং মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার ও দলীয় কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। বক্তাদের বক্তব্য এবং স্লোগানবাজি মধ্য দিয়ে উপস্থিত সকলের মাঝে এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই সফল পথসভা দুমকিতে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং কর্মীদের মনোবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।