Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলামী কওমি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা করছে: শরীফ উদ্দিন জুয়েল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক এবং কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশের কওমি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। তারা মুখে ইসলামপ্রীতির কথা বললেও বাস্তবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাপড়পোড়া এলাকার কাশেফুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও মরহুমা নুরজাহান রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “জামায়াত নেতারা বলেন, তাদেরকে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না—এ ধরনের বক্তব্য চরম নাফরমানি ও বিভ্রান্তিকর। অথচ এই জামায়াতই আজ বাংলাদেশের কওমি মাদ্রাসা ব্যবস্থা ধ্বংস করে নিজেদের ‘মৌদুদী শিক্ষা ব্যবস্থা’ কায়েম করতে চায়। মুসলমান হিসেবে আমরা এটি কখনোই মেনে নেব না।”

শরীফ উদ্দিন জুয়েল আরও বলেন, “যদি জামায়াত ক্ষমতায় আসে, তবে তারা মসজিদ-মাদ্রাসা থেকে কওমি হাফেজ-মুফতিদের বের করে দেবে। আমি হুঁশিয়ার করে দিচ্ছি—ইসলামের নামে কোনো ষড়যন্ত্র হলে দেশের মুসলমান, আলেম-উলামা, হাফেজ, মাওলানারা একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। তখন পালানোর জায়গা খুঁজে পাবেন না।”

তিনি ধর্মপ্রাণ জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “ইসলামের সঠিক পথে আসুন। কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করুন। আল্লাহকে ভয় করুন এবং কুফরি ও বিদআত থেকে দূরে থাকুন।”

এসময় তিনি জামায়াতের এক নেতার দুর্গাপূজার মণ্ডপে দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি বলেন, “এক নেতা বলেছেন—‘পূজা আর রোজা টাকার এপিঠ-ওপিঠ’। এই ধরনের নাফরমানি বক্তব্য একজন ধর্মপ্রাণ মানুষের মুখে মানায় না। আবার আরেক নেতা বলেছেন, ‘জামায়াতকে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না’। তারা এখন আওয়ামী লীগের মতোই কথা বলছে।”

তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের এক নেতা সংসদে বলেছিলেন, ‘মানুষকে জান্নাতে যেতে হলে শেখ মুজিবের সুপারিশ লাগবে’। এখন জামায়াতও ঠিক সেই পথেই হাঁটছে। আওয়ামী লীগ আর জামায়াতের মধ্যে এখন কোনো পার্থক্য নেই।”

উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন, কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলসহ কাশেফুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিগণ।

দোয়া মাহফিল শেষে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শরীফ উদ্দিন জুয়েল উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী, হাটখোলা বাজার, গোডাউন বাজারসহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।