রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা মধ্যপাড়ায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে জামের মসজিদের পাশে দেওয়ালের উপর নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।
স্থানীয়রা জানান, ভোরের দিকে মসজিদের পাশে দেওয়ালের ওপর পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখে তাঁদের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে তাঁরা দেখতে পান, ভেতরে রয়েছে এক নবজাতক কন্যাশিশুর নিথর দেহ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কান্নার ধ্বনি, শোক ছুঁয়ে যায় চারপাশ। খবর পেয়ে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তেরখাদা থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত কেউ নবজাতকটিকে সেখানে ফেলে রেখে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নবজাতকটির বয়স আনুমানিক এক দিনের মতো। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।
এই নির্মম ঘটনার পর স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভ। তাঁদের ভাষায়, “একটি নিষ্পাপ শিশুকে এমনভাবে ফেলে যাওয়ার মতো পাষাণতা কোনো মানুষ করতে পারে না।”
গ্রামের প্রবীণরা বলেন, সমাজে এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।