Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শ সভা

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোঃ আজহার আলীর সভাপতিত্বে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (Master Plan) প্রণয়ন বিষয়ক পরামর্শকরণ সভা-১ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে মাস্টার প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনার মাধ্যমে শহরের ভূমি ব্যবহার, সড়ক নেটওয়ার্ক, ড্রেনেজ ব্যবস্থা, আবাসন, বাজার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা নির্ধারণ করা হবে। সভায় অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যরা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একটি সমন্বিত মাস্টার প্ল্যান বাস্তবায়নই টেকসই শহর উন্নয়নের পূর্বশর্ত। জনগণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি সুন্দর, বাসযোগ্য শহর গড়ে তুলতে চাই।” সভা শেষে উপস্থিতদের মতামত সংগ্রহ করা হয় এবং পরিকল্পনা প্রণয়নের পরবর্তী ধাপগুলো উপস্থাপন করেন প্রকল্প বিশেষজ্ঞবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডা: মো: কামাল হোসেন, এলজিইডি কর্মকর্তা মো: হারুন অর রশিদ, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল বাতেন, সমাজসেবক আলহাজ্ব মো: সফিকুল ইসলাম, সমাজসেবক মো: তসিকুল আলম, শিবগঞ্জ বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (লালচান), বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ, আলমগীর কবির জুয়েল, কমল কুমার ত্রিবেদী, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আলীম, সাংবাদিক আহসান হাবীব, সাংবাদিক হাবিবুল বারী, হাফিজুর রহমান সুমন সহ নাগরিক সমাজের সদস্যরা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।