ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে সেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে কালিকচ্ছ থেকে বাড়িউড়া সড়কের ভাঙা অংশ সংস্কার ও মেরামত করা হয়েছে।
গত বুধবার (২২ অক্টোবর) নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালালের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবদল কর্মীরা অংশগ্রহণ করেন এই স্বেচ্ছাশ্রমে। তারা রাস্তার গর্ত পূরণ, খানাখন্দ মেরামত ও চলাচলের উপযোগী করে তোলেন সড়কটি।
নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল বলেন, “কালীকচ্ছ থেকে বাড়িউড়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় ছিল। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। তাই আমরা নিজেদের উদ্যোগে ও অর্থায়নে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছি, যাতে জনগণের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়।”
সংস্কার কাজে অংশ নেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন খান, আব্দুর রাহিম, শেখ মিনহাজ উদ্দিন রাহিম, যুবদল নেতা জাকির মোতাঈদ, ফারুক মিয়া, আব্দুল আওয়াল, মোহাম্মদ শফিক মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।
সংস্কার কাজের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।