নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
জানা গেছে, নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পর্যন্ত বেলাব ও রায়পুরা থানার পুলিশ একাধিক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের গ্রেফতার করে।
বেলাব থানার বারৈচা এলাকায় বুধবার রাত ১১টা ৪০ মিনিটে বারৈচা বাসস্ট্যান্ডের লাবিবা বাস কাউন্টারের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান (২৪)-কে আটক করা হয়। তিনি সিলেট জেলার ওসমানীনগর থানার মোল্লা বাড়ির মৃত আতিকুর রহমান ওরফে শফিকের ছেলে। এ ঘটনায় বেলাব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, রায়পুরা থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটে মাহমুদাবাদ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আটককৃতরা হলেন—
১. আবুল কালাম (২৫), পিতা-মৃত বজলু মিয়া, সাং-শ্রীনিধি রেলস্টেশন, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী এবং
২. ইমরান (৩০), পিতা-মৃত শফিকুল ইসলাম, সাং-উত্তর মোড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
তাদের বিরুদ্ধেও পৃথক মামলা রুজু করা হয়েছে।
এছাড়া, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে বেলাব থানার অপর একটি টিম বারৈচা জেনারেল হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুয়েল মিয়া (৪৫)-কে গ্রেফতার করে। তিনি চর আমলাব গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধেও নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নরসিংদী জেলা পুলিশ জানায়, জেলার সকল থানায় মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।