জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে রাতে কৃষক ও কৃষাণীকে বেঁধে রেখে মারধর করে ধান লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত তিনটার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের পূর্ব সুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কৃষাণী রেহানা বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব সুজাপুর গ্রামের ভূমিহীন কৃষক নুরে নবী ও তার স্ত্রী রেহানা বেগমের নামে ২০০৬ সালে সরকার দুটি দাগে ৭৫ শতক জমি বন্দোবস্ত দেয় (নথি নং-৫৬২/২০০৬)। এর মধ্যে ৩৪ শতক জমিতে তারা বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন এবং অবশিষ্ট ৪১ শতকে সবজি ও ধান চাষ করে জীবিকা নির্বাহ করেন।
সম্প্রতি ওই ৪১ শতকের মধ্যে প্রায় ২০ শতক জমির ধান কেটে শুকাতে দেন তারা। কিন্তু একই ইউনিয়নের শাহাপুর গ্রামের দেলোয়ার হোসেন গং উক্ত জমির মালিকানা দাবি করে আসছিলেন। এর আগে তারা জবরদখলের চেষ্টা করলেও আদালতের রায়ে কৃষক নুরে নবী ও রেহানা বেগমের পক্ষে রায় আসে।
বৃহস্পতিবার গভীর রাতে ওই জমিতে কাটা ধান পাহারায় ছিলেন কৃষক দম্পতি। এসময় দেলোয়ার হোসেন, মো. সাহেদ, মো. জিয়া, মো. সাইফুল ইসলাম, শাকিলসহ ৩০–৩৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা কৃষক ও কৃষাণীকে বেঁধে রেখে মারধর করে এবং প্রায় ৩৫ শতক জমির কাটা ধান লুট করে নিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।