নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদিয়ায় এক মর্মান্তিক পারিবারিক সহিংসতায় মাদকাসক্ত স্বামীর আগুনে স্ত্রী-সন্তানসহ ছয়জন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে অভিযুক্ত স্বামী ফরিদ মিয়া তাদের ছাপড়া ঘরের বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন।
দগ্ধরা হলেন,ফরিদের স্ত্রী রীনা বেগম (৩৬), ছেলে ফরহাদ (১৫), ছোট ছেলে তৌহিদ (৭), রীনার বোন সালমা আক্তার (৩৫), আরাফাত ও জিহাদ।
প্রতিবেশীরা তাদের আর্তচিৎকার শুনে দ্রুত ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে সবাইকে উদ্ধার করেন। পরে স্থানীয় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার ভোরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। রীনা বেগমের শরীরের ৫৮ শতাংশ, ছেলে ফরহাদের ৪০ শতাংশ এবং ছোট ছেলে তৌহিদের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।