মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল এবং সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন। সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক, বাস্তবায়নের কৌশল ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল বলেন,“টাইফয়েড একটি জনস্বাস্থ্য সমস্যা। সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে আমরা এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারি। ক্যাম্পেইনকে সফল করতে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু মুত্তালেব আলম, মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান এবং মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ মহাসীন আলী।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।