কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে জরিমানা ও ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গত ২৪ ঘন্টায় বিষখালী নদীর বিভিন্ন স্থানে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নদী থেকে ইলিশ মাছ ধরা অবস্থায় তিন জেলে আটক ও ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম আটককৃত প্রত্যেক জেলেকে তিন হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা প্রাপ্ত জেলেরা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে মোঃ খোকন হাওলাদার, কালাম হাওলাদারের ছেলে মোঃ ইমরান হাওলাদার ও আমির শিকদারের ছেলে মোঃ আশিক শিকদার। আটককৃত জাল উপজেলা পরিষদ মাঠে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার জানান, গত ২৪ ঘন্টায় বিষখালী নদীতে অভিযান চালানো হয়। এ সময় মাছ ইলিশ ধরা অবস্থায় তিন জেলেকে আটক করা হয় ও ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যেক জেলেকে তিন হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।