Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে পুকুরে ডুবে এক জনের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের দিঘলকান্দি মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

সে একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।স্থানীয়রা জানায়, আনোয়ার হোসেন তার সন্তান কে সাথে নিয়ে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে সে পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। এসময় তার ছেলে দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে জানালে বাড়ির লোকজন ও এলাকাবাসী ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আনোয়ার হোসেনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিয়ার রহমান নামে স্থানীয় একজন প্রতিবেশী জানান, মৃগী রোগে আক্রান্ত আনোয়ার হোসেন বাড়ির পাশে পুকুরে জাল পেতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। মৃগী রোগে আক্রান্ত ব্যক্তিরা পানি ও আগুন দেখলে এ রোগ বৃদ্ধি পাই বলেও তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।