Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার দিলেন বিএনপি নেতা চন্দন

জয়পুরহাট প্রতিনিধি 
অক্টোবর ২৩, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দুইজন শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর ও জয়সিংগা গ্রামের ওই দুই শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে চন্দনের ব্যক্তিগত সহায়তায় একটি করে হুইলচেয়ার দেওয়া হয়।

হুইলচেয়ার পেয়ে আনন্দ প্রকাশ করে তারা বলেন, “আমরা চলাফেরায় খুব কষ্টে ছিলাম। এখন অন্তত স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারব। এটি আমাদের জীবনে অনেক উপকারে এসেছে।”

এ সময় এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতি। আল্লাহ যেন মানবসেবার এই তৌফিক সবসময় দান করেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মামুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক আইরিন নাহার শিল্পী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।