Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুর পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোছা কুলসুম বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের উত্তর হাটি এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কুলসুম বেগম ওই এলাকার মামুন মিয়ার স্ত্রী এবং চান্দের হাটির ফারুক মিয়ার মেয়ে। পরিবার দাবি করেছে, তাকে যৌতুকের টাকার জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরে ওড়না দিয়ে পেচিয়ে বসতঘরের তীরে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর কুলসুমের স্বামী মামুন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, চার বছর আগে কুলসুম বেগমের সঙ্গে মামুন মিয়ার বিয়ে হয় এবং তাদের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। কিছুদিন আগে মামুন বিদেশ যাত্রার কথা বলে কুলসুমকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন। পরে পরিবারের লোকজন মামুনকে ৩ লক্ষ টাকা দিয়ে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কুলসুমকে বাড়িতে ফেরত পাঠান।

ঘটনার সকালে স্থানীয়রা কুলসুমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

এ ব্যাপারে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, “ভূইশ্বর গ্রামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।