Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে পপি করের সাফল্য বাংলা লোকসংগীতে নতুন দিগন্ত ‘মাটির গান

মো সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মো সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি

১৬তম লন্ডন বাংলা বইমেলায় একক অ্যালবাম ‘মাটির গান’-এর মোড়ক উন্মোচন
লন্ডনের শিল্প-সংস্কৃতির মঞ্চে এক উজ্জ্বল সংযোজন ঘটালেন প্রবাসী বাঙালি লোকসংগীতশিল্পী পপি কর। ১৬তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সংস্কৃতি উৎসব ২০২৫-এর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো তাঁর একক লোকসংগীত অ্যালবাম ‘মাটির গান’–এর মোড়ক উন্মোচন।

এটি প্রবাসে বাংলা লোকসংগীতের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। লন্ডনের Mayfair মিলনায়তনে আয়োজিত
এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী ইউকের সভাপতি গোলাম মোস্তফা, বিশিষ্ট সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার ড. শ্যামল চৌধুরী, এবং লন্ডনেরসাংস্কৃতিক অঙ্গনের বহু স্বনামধন্য শিল্পী, শিক্ষক ও
সংগঠক।

তাঁরা সবাই পপি করের এই উদ্যোগকে প্রবাসী সংস্কৃতিচর্চার এক তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত হিসেবে আখ্যা দেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও জনপ্রিয় শিল্পী মৌসুমী ভৌমিক–এর পরিবেশনা। তাঁদের মনোমুগ্ধকর কণ্ঠে পুরোনো ও জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে পুরো মিলনায়তন জুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, যা উপস্থিত দর্শক–শ্রোতাদের মুগ্ধ করে তোলে।

লোকসুরের বিশ্বভাষা ‘মাটির গান’-এর প্রতিটি সুরে মিশে আছে বাংলার নদী, মাঠ ও মানুষের ঘ্রাণ। অ্যালবামটিতে বাউল, সুরধারা আধুনিক সংগীত প্রযুক্তির সঙ্গে মিশে নতুন রূপ পেয়েছে। গানগুলো প্রেম, ভক্তি, প্রকৃতি ও মানবতার গল্প বলে—যেন এক সুরেলা সেতুবন্ধন অতীত ও বর্তমানের মাঝে।

পপি কর বলেন, “লোকসংগীত শুধু ঐতিহ্যের স্মৃতি নয়—এটি আমাদের জীবনের প্রতিধ্বনি। প্রবাসে থেকেও আমি চাই, বাংলার মাটির গান যেন বিশ্বের মানুষ শুনতে পায়। ‘মাটির গান’ সেই আকাঙ্ক্ষারই ফল, যেখানে বাংলার মাটির সুর আন্তর্জাতিক সংগীতের সঙ্গে মিশে গেছে।”

শিল্পী থেকে গবেষণায় পপি কর বাংলাদেশে জন্মগ্রহণ করা পপি কর ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। তিনি দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার–এর তালিকাভুক্ত শিল্পী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতকোত্তর (MA in Vocal Music) ডিগ্রি অর্জন করেন ICCR Scholarship–এর অধীনে। তাঁর গবেষণার মূল বিষয় ছিল — “Mystic Lyricist and Baul Emperor Shah Abdul Karim in Baul Philosophy,” যেখানে তিনি বাউল দর্শনের আলোকে শাহ আবদুল করিমের গীতিকবিতা, মানবতাবাদ ও মরমী চিন্তার আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করেছেন।

এরপর তিনি যুক্তরাজ্যের University for the Creative Arts (UCA) থেকে চলচ্চিত্র নির্মাণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার মূল বিষয় ছিল — “An Analytical Study of Sound Production and Design in Filmmaking,” যেখানে তিনি চলচ্চিত্রে সাউন্ড প্রোডাকশন ও ডিজাইনের নান্দনিক এবং প্রযুক্তিগত প্রয়োগ নিয়ে বিশ্লেষণধর্মী গবেষণা সম্পন্ন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।