সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলায় শুরু হওয়া জুয়ার আসর উপজেলা প্রশাসনের তৎপরতায় বন্ধ হয়ে গেছে। দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ মেলায় গোপনে জুয়ার আয়োজন করা হলেও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হলে আসর সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় থেকে রাত পর্যন্ত দুই দফায় গোপন অভিযান পরিচালনা করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। তিনি জানান, “সোনামুখী মেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী শ্মশান ঘাট এলাকায় জুয়া খেলার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে প্রথমে সিভিল পোশাকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৪৫ পর্যন্ত রেকি করা হয়। পরবর্তীতে সোর্সের তথ্যের ভিত্তিতে রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়।”
অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। ইউএনও জানান, পুরো শ্মশান এলাকা, নদীর ঘাট, নিশিপাড়া ও হিন্দুপাড়া এলাকা তল্লাশি করা হলেও কোথাও জুয়ার কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, “মেলা আজ শনিবার (২৫ অক্টোবর) শেষ হচ্ছে। মেলার মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি করা হয়নি। আজকের পর থেকে মেলা বন্ধ থাকবে।”

