নিজস্ব প্রতিনিধি
যীশুর নামে দুই দিনব্যাপী এক আত্মিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নাঘিরপার চার্চে। ‘বিল্ডিং ফর হিম চার্চ বাংলাদেশ’ ও ‘স্যালভেশন টু অল নেশন্স’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি ২৪ ও ২৫ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় আট হাজার যীশুপ্রেমিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য থাকা ও খাওয়ার বিশেষ ব্যবস্থাও রাখা হয়, ফলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
আত্মিক এই উদ্দীপনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মারত্তি কালেরভো এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্টর অরি এনসিয় তালজা। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় খ্রিষ্টিয়ান নেতৃবৃন্দসহ স্থানীয় চার্চ নেতারা অনুষ্ঠানে যোগ দেন।
সভাটি পরিচালনা করেন পাস্টর প্রভুদান বাড়ৈ ও পাস্টর স্টিফেন বিশ্বাসসহ স্থানীয় খ্রিষ্টিয়ান নেতারা। দুই দিনব্যাপী এ প্রার্থনা সভায় দেশ-বিদেশ থেকে আগত হাজারো খ্রিষ্টভক্ত একত্রিত হয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও অসুস্থ-পীড়িত মানুষের আরোগ্য কামনায় প্রার্থনা করেন।

