দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক হওয়া ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম ওরফে জামিল মালিথাকে (৪০) অবশেষে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে দৌলতপুর উপজেলা যুবদল।
আজ রোববার দুপুরে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি লস্কর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু ও সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের যৌথ সিদ্ধান্তে জাহিদুল ইসলাম ওরফে জামিল মালিথাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায়-দায়িত্ব যুবদল বহন করবে না। উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অস্ত্র ও মাদকসহ জামিল মালিথাকে আটক করে।
এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তুল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরদিন শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। জামিল মালিথা পদ্মার চরের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবজি, লুট, ডাকাতি, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা ধরণের অভিযোগ ও মামলা রয়েছে।
সে ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে।
বহিস্কারের বিষয়ে দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহিদুল ইসলাম ওরফে জামিল মালিথাকে আজ রোববার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

