Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসচক্রের তিন সদস্য গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে উত্তর সরবরাহের অভিযোগে দিনাজপুর জেলা পুলিশ বিশেষ অভিযানে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে।

শনিবার (২৫ অক্টোবর) দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। শহরের কেরী মেমোরিয়াল হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে পুলিশের অভিযানে প্রথমে পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায় (২৯)-কে আটক করা হয়।সে দিনাজপুর জেলার বিরল উপজেলার পূর্ব বাঞ্ছারামপুর গ্রামের আশুতোষ রায়ের ছেলে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দ্র প্রধানের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কানে দুটি ব্লুটুথ ইয়ারডিভাইস এবং পোশাকে বিশেষভাবে লুকানো ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর সদর থানা এলাকার ফকিরপাড়ার স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে চক্রের আরও এক সদস্য মামুন (৩৫)-কে আটক করে পুলিশ।সে দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার পোষ-কৃষ্ণ চন্দ্রপুর এবং বর্তমানে কোতয়ালী থানার ফকিরপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে দুইটি স্মার্টফোন, পাঁচটি ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন রঙের বিশেষভাবে প্রস্তুত করা সেন্ড্রো গেঞ্জি, উপ-খাদ্য পরিদর্শক পদের ২৪টি প্রবেশপত্রের কপি এবং স্বাক্ষরিত ১০টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পরবর্তীতে মামুনের স্বীকারোক্তির ভিত্তিতে দুপুর ২টা ১৫ মিনিটে গোড় এ শহীদ ময়দান এলাকা থেকে চক্রের অপর সদস্য হর সুন্দর রায় সবুজ (৩৯)-কে গ্রেফতার করা হয়। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইবারা গ্রামের করলাকান্ত রায়ের ছেলে। তার কাছ থেকেও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে, তারা পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করে উত্তর তৈরি করে ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করত। পরীক্ষার আগেই পরীক্ষার্থীর সঙ্গে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তি সম্পাদন করে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিত তারা।

এ ঘটনায় পলাতক আসামি ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে দিনাজপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন বলেন, পরীক্ষার স্বচ্ছতা নষ্টকারী কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষায় দিনাজপুর জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।