Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় এক শিশুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ২৭, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি পশ্চিমপাড়া গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে তাজমিন খানম (১০) নামের এক শিশু আত্মহত্যা করেছে। রবিবার (২৬অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজমিন খানম কুমড়ি পশ্চিমপাড়া গ্রামের তারিকুল মোল্যার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকালে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল তাজমিন খানম। খেলাধুলা শেষ করে বাড়িতে গেলে দেখে তার গলায় থাকা স্বর্ণের চেইনটি হারিয়ে গেছে। পরে তার মা-বাবা তাকে নিয়ে খোঁজার একপর্যায়ে চেইনটির অর্ধেক পান বাকিটা খুঁজতে থাকেন। এরপর তাজমিন বাড়িতে চলে যায়। তার মা-বাবা গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। এসময় তাকে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। খরব পেয়ে পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করেন।

লোহাগড়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) তারেক তালুকদার সোমবার (২৭অক্টোবর) সকালে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তবে গলায় ফাঁস নিয়ে তাজমিন খানম নামের এক শিশু আত্মহত্যা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।