Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ডোবা থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি 
অক্টোবর ২৭, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

যশোরের বেনাপোলের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ের একটি ডোবা থেকে আলিম (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবন যাপন করতেন।

 

স্থানীয়রা জানান, সকালে পুকুরপাড় এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর রাস্তার পাশের ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

নিহতের স্বজনরা জানান, আলিম প্রায়ই বাড়ি ছেড়ে ঘুরে বেড়াতেন এবং মানুষের কাছে চেয়ে খেতেন। কয়েকদিন ধরে তার কোনো খোঁজ ছিল না। তারা মনে করেন, আলিমকে কেউ হত্যা করেনি; তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক কুমার সাহা বলেন, “আলিম মূলত ভবঘুরে ছিলেন এবং রাস্তায় ঘুরে বেড়াতেন। সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”

 

ওসি আরও জানান, আলিমের বড় ভাইও মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং ভবঘুরে জীবন যাপন করতেন। কয়েক বছর আগে কক্সবাজারে রাস্তার পাশে একইভাবে তার মরদেহ উদ্ধার হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।