Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঝালকাঠি প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

‎বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

‎পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এনামুল হক সাজু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।

‎বক্তারা বলেন, সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুবদল আজ জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রভাগে রয়েছে।

এতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। পুরো আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।