Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে গৃহবধুর মৃত্যুর জন্য নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত ফিরোজা উপজেলার হাপানিয়া গ্রামের আল আমিন কবিরাজের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, রবিবার সকাল এগারটার দিকে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় ফিরোজাকে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। ওইদিন রাত দশটার দিকে ফিরোজার শারিরিক অবস্থার অবনতি ঘটলে দায়িত্বরত নার্সদের রোগীর অবস্থা পর্যবেক্ষনের জন্য অনুরোধ করা হয়। কিন্তু কোন নার্সই রোগীর কাছে আসেনি।

পরবর্তীতে রাত পৌনে এগারটার দিকে একপর্যায়ে অবহেলায় মারা যায় ফিরোজা। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. টিপু সুলতান বলেন, নার্সদের ডেকেও না পাওয়ার বিষয়টি রোগীর স্বজনরা আমার কাছে অভিযোগ করেছেন।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে অর্ধেক রোগীই ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।