Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

​”কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি/মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ​সোমবার (২৭ অক্টোবর) মনিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, মসুর, শীতকালীন পেঁয়াজ, সূর্যমুখী, অড়হড় এবং বোরো ধান (উফশী) বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।

​মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

​মনিরামপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বিথির সভাপতিত্বে এবং উদ্ভিদ সংরক্ষণ অফিসার তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার শাারমিন শাহনাজ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহরিয়া হোসেন।

​এছাড়াও উপসহকারী কৃষি অফিসারদের মধ্যে সঞ্জয় কুমার বিশ্বাস, অচিন্ত্যকুমার ভৌমিক, মোজাফফর হোসেন, হাফিজুর রহমান, হাসানুজ্জামান, হাসিনা নাহার, প্রদীপ দাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস জানায়,অত্র উপজেলায় ৫৬০০ জন ক্ষুদ্র প্রান্তিক চাষীর মাঝে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।

​বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করবে এবং রবি মৌসুমে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় কৃষকরাও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।